
ইভ্যালির সব মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গ্রাহকদের টাকা ফেরত দেয়ার কার্যক্রম বন্ধ রাখা হতে পারে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচাক এ. এইচ. এম সফিকুজ্জামান।মঙ্গলবার (৫ মার্চ) ভোক্তা অধিকারের প্রধান কার্যালয়ের নতুন সভাকক্ষে ইভ্যালির ১০০ জন গ্রাহকের পাওনা টাকা হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন ভোক্তার ডিজি।
তিনি বলেন, আজকেই হয়তো শেষবারের মতো ইভ্যালির অভিযোগ নিষ্পত্তি কিংবা টাকা ফেরত দেয়ার কার্যক্রম হচ্ছে। ইভ্যালির সব মামলা নিষ্পত্তি না করা পর্যন্ত হয়তো গ্রাহকদের টাকা ফেরত দেয়ার এই কার্যক্রম বন্ধ রাখা হবে।
সফিকুজ্জামান বলেন, যাদের অভিযোগ ২০ হাজার টাকার ভেতরে ধারাবাহিকভাবে তেমন ১০০ জনের টাকা আজ ফেরত দিচ্ছে ইভ্যালি।
গ্রেফতারি পরোয়ানা থাকায় পাওনা টাকা ফেরত প্রদান অনুষ্ঠানে ইভ্যালির প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাসেল আসেননি বলেও জানান ভোক্তার ডিজি।
তিনি বলেন, গণমাধ্যমের নেতিবাচক খবর প্রকাশের জন্য রাসেলকে অনুষ্ঠানে আসতে নিষেধ করা হয়েছে। এর আগে গত ৪ ফেব্রুয়ারি জানুয়ারি মাসের আয়ের টাকার লাভের অংশ থেকে ১৫০ জনের পাওনা টাকা ফেরত দিয়েছিল ইভ্যালি।
ভোক্তাদের পাওনা ফেরত দেয়ার বিষয়ে মোহাম্মদ রাসেল জানিয়েছিলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে যারা অভিযোগ করেছেন, তারাও টাকা ফেরত পাবেন এবং যারা করেনি তারাও টাকা পাবে।
সর্বশেষ খবর