
রাজধানীর মিরপুরের পশ্চিম শেওড়াপাড়া এলাকা থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশের ধারণা এটি হত্যাকাণ্ড। শুক্রবার (৯ মে) রাত ১০টা ২৫ মিনিটের দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) রাজিব হোসেন।
তিনি জানান, রাজধানীর মিরপুর পশ্চিম শেওড়াপাড়ার একটি বাসা থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করা হচ্ছে। ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। ঘটনাস্থলে তিনিসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত আছেন। নিহতদের নাম ঠিকানা ও বিস্তারিত ঘটনা জানার চেষ্টা করা হচ্ছে।
আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর