
ঈদুল ফিতরের ছুটিতে আবাসিক হলগুলো ১৬ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
ছুটি শেষে আগামী ১৯ এপ্রিল সকাল ১০টায় হলগুলো খুলে দেওয়া হবে। শনিবার (৩০ মার্চ) প্রভোস্ট কাউন্সিলের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আগামী ৪ এপ্রিল সব হল বন্ধ হয়ে যাবে, তবে বিশ্ববিদ্যালয়ের অফিস গুলো ৬ এপ্রিল বন্ধ হবে। ইদের ও সাপ্তাহিক ছুটি শেষে হবে ১৯ এপ্রিল ( শুক্রবার) সকাল ১০টায় হলসমূহ খুলে দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এইচ এম আলী হাসান জানান, ১৭ তারিখ পর্যন্ত ছুটি থাকলেও পরবর্তী বৃহস্পতিবার ও শুক্রবার বিশ্ববিদ্যালয় সাপ্তাহিক ছুটি থাকে। তাই ২০ এপ্রিল থেকে পুরোদমে শুরু হবে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম। এর আগে গত ১১ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়।
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর