
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা এমপি বলেছেন, আমি ও আমার মন্ত্রী ঈদের পরে ঝটিকা অভিযানে নামবো যেখানে এটি পাওয়া যাবে তাদের শাস্তির আওতায় নেওয়া হবে। আজ শনিবার বিকাল ৪ টায় জয়পুরহাট ২৫০ শয্যা হাসপাতালের চত্বরে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) জয়পুরহাট জেলা শাখা যৌথভাবে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা। আমি ও আমার মন্ত্রী ঈদের পরে ঝটিকা অভিযানে নামবো যেখানে এটি পাওয়া যাবে তাদের শাস্তির আওতায় নেওয়া হবে উল্লেখ করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা আরও বলেন, দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বিশেষজ্ঞ চিকিৎসক যারা অবসরে গেছেন তাদের কীভাবে কাজে লাগানো যায় সে ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে।
ডাক্তার ও নার্সদের পড়া শুনা করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা বলেন, আন্তর্জাতিক সেমিনারে অংশ গ্রহণ করার তাগাদা দেন। হাসপাতালে লাইব্রেরি করার আহ্বান জানান। সেখানে যে কোন বিষয় আলোচনা হতে পারে যেখানে নিজের সেবার মান বৃদ্ধি পাবে। নার্সদের উদ্দেশ্যে বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার নার্সদের ২য় শ্রেণির মান দিয়েছে।
এ জন্য পড়া শুনার মধ্যে থেকে দক্ষতা অর্জন করতে হবে তাহলে সেবা সঠিক ভাবে দেওয়া সম্ভব হবে এতে রোগীরা উপকৃত হবে। প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা এমপি বলেন, স্বাস্থ্য সুরক্ষা আইন নিয়ে কাজ করা হচ্ছে আগামী সংসদে স্বাস্থ্য সুরক্ষা আইন উপস্থাপন করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। ডা. মোঃ আতিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. তুলশী চন্দ্র রায়, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. আনোয়ার হোসেন, স্বাস্থ্যসেবা আরও উন্নত করার লক্ষ্যে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের লোকবল সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন জেলা বিএমএ'র সভাপতি ডা. মোজাম্মেল হক প্রমুখ।
মতবিনিময় শেষে হাসপাতাল তত্ত্বাবধায়কের হাতে একটি ফটো থেরাপি মেশিন হস্তান্তর করেন প্রতিমন্ত্রী। মতবিনিময় সভায় চিকিৎসক, নার্স, রাজনৈতিক ব্যক্তিত্বসহ অন্যান্য কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
এর আগে প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা শহীদ ডা. আবুল কাশেম ময়দানে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা আওয়ামীলীগ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগদানসহ নানা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর