
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘মানিকগঞ্জবাসী, বিচার-সংস্কার আর আমরা বলেছিলাম নতুন সংবিধান লাগবে। হাসিনার সংবিধান, মুজিবরের সংবিধান বাংলাদেশে আর চলবে না। নতুন সংবিধান লাগবে, জনগণের সংবিধান, ইনসাফের সংবিধান ও মানবিক মর্যাদার সংবিধান লাগবে।’
বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত পৌনে ১০টার দিকে জেলা শহরের খালপাড় এলাকায় ভাষা শহীদ রফিক চত্বরে জাতীয় নাগরিক পার্টি মানিকগঞ্জের পথসভায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের জীবনের কোনো মায়া নেই। গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে দেখেছি, আমাদের সামনে জীবন দিয়েছেন আমাদের ভাইয়েরা, আমার বন্ধু গুলি খেয়েছে, আমার ভাইয়েরা, বোনেরা নির্যাতিত হয়েছে। যখন সেই শহীদের পরিবারের সামনে গিয়ে দাঁড়াই, তার (শহীদ) বাবা-মায়ের কাছে গিয়ে দাঁড়াই, তখন মনে হয় এই জীবন দেশের জন্য উৎসর্গ করেছি।’
এনসিপি’র আহ্বায়ক বলেন, ‘আমাদের ভয় দেখাতে চেয়েছিল, গোপালগঞ্জে। তারা জানে না, তাদের এই আক্রমণ আমাদের আরও দ্বিগুণভাবে শক্তিশালী করেছে। এর প্রমাণ আমরা ফরিদপুরে দিয়েছি, রাজবাড়িতে দিয়েছি আর এখন রাতেরবেলাতেও মানিকগঞ্জে দিচ্ছি। আপনারা স্বৈরাচার আওয়ামী লীগের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে জুলাই আন্দোলনের রাজপথে ছিলেন। আমরা জানি, এই মানিকগঞ্জ গত বছরের ৪ আগস্টই আওয়ামী লীগ থেকে মুক্ত হয়েছিল। আর ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ১৩ ডিসেম্বর পাক হানাদার থেকে মুক্ত হয়েছিল।’
তিনি বলেন, ‘রাজধানীর পাশের জেলা মানিকগঞ্জ একধাপ এগিয়ে থাকে আন্দোলন-সংগ্রামের দিক থেকে কিন্তু উন্নয়নের দিক থেকে যেন দুই ধাপ পিছিয়ে থাকে। আমরা সেই দিকগুলোর পরিবর্তন করতে চাই। আমরা জানি মানিকগঞ্জবাসীর বহু দাবি রয়েছে, ভোটের দাবি রয়েছে, রাস্তা-ঘাট উন্নয়নের দাবি রয়েছে। আমরা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পাঁচ মাসের রাজনৈতিক দল, আপনাদের সব দাবি পূরণ করে দেব। বুড়ো রাজনীতিবিদদের মতো, প্রথাগত রাজনৈতিক দলের মতো মিথ্যা প্রতিশ্রুতি এখানে দিয়ে যাব না। আমরা শুধু বলতে এসেছি, আমরা জানি মানিকগঞ্জবাসীসহ দেশের মানুষের সমস্যাগুলো কী। সেই সমস্যাগুলোই আমরা চিহ্নিত করছি।’
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর