
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ প্রদান করা হয়েছে। রবিবার (৩০ জুন) বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাসুক আহমদ ও সদস্যবৃন্দের উপস্থিতিতে নতুন প্রধান শিক্ষক হিসেবে মোঃ নজরুল ইসলাম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরমান আলীর নিকট থেকে দায়িত্ব নেন।
জানা যায়, গত বুধবার (২৬ জুন) প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় ছয় জন প্রার্থী পরীক্ষায় অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্যে মোহাম্মদ নজরুল ইসলাম সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম হন। নিয়োগ বোর্ডে ছিলেন জেলা প্রশাসকের প্রতিনিধি সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার, ডিজির প্রতিনিধি মৌলভীবাজার আলী আমজদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মইনুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার, ম্যানেজিং কমিটির সভাপতি মাসুক আহমদ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরমান আলী প্রমুখ। ফলাফলের ভিত্তিতে নিয়োগ বোর্ড মোঃ নজরুল ইসলামকে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ প্রদানে সুপারিশ করেন। ওই দিন বিকেলে ম্যানেজিং কমিটি নিয়োগ অনুমোদন করেন। পরদিন বৃহস্পতিবার ২৭ জুন তাঁকে নিয়োগ পত্র প্রদান করলে তিনি ২৯ জুন শনিবার সকালে সভাপতি বরাবরে যোগদান করেন। রবিবার (৩০ জুন) বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাসুক আহমদ ও সদস্যবৃন্দের উপস্থিতিতে নতুন প্রধান শিক্ষক হিসেবে মোঃ নজরুল ইসলাম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরমান আলীর নিকট থেকে দায়িত্ব গ্রহণ করেন।
উল্লেখ্য, মেধাবী এ শিক্ষক সিলেট মদনমোহন কলেজ থেকে ১৯৯৭ সালে বিএসসি ডিগ্রি লাভ করেন। ২০০৩ সালে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বি.এড ডিগ্রি অর্জন করেন। এছাড়া ২০১২ সালে তিনি সিলেট ল' কলেজ থেকে এলএলবি পাশ করেন। ২০০১ সালে তিনি জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান (বিএসসি) শিক্ষক হিসেবে যোগ দেন। সর্বশেষ তিনি সহকারী প্রধান শিক্ষক হিসেবে জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ে কর্মরত ছিলেন।
যোগদানের পর নবাগত এ প্রধান শিক্ষক শিক্ষার মান উন্নয়ন ও দায়িত্ব পালনে সকলের সহযোগিতা চেয়েছেন।
ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাসুক আহমদ বলেন, ছয় জন প্রার্থীর মধ্যে মোঃ নজরুল ইসলাম সর্বোচ্চ নম্বর পেয়ে শতভাগ স্বচ্ছতার মাধ্যমে প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়ের নবাগত প্রধান শিক্ষক হিসেবে তিনি দক্ষ পরিচালনায় বিদ্যালয়ের পুরোনো ঐতিহ্য ধরে রাখবেন এবং শিক্ষার মানোন্নয়নে অবদান রাখার মাধ্যমে বিদ্যালয়টিকে আরো সামনের দিকে এগিয়ে নিবেন বলে প্রত্যাশা করছি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার বলেন, স্বচ্ছ নিয়োগ পরীক্ষার মাধ্যমে সর্বোচ্চ নম্বর পেয়ে মোঃ নজরুল ইসলাম প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন।
রার/সা.এ
সর্বশেষ খবর