
রৌমারী উপজেলার বোয়ালমারী বেড়িবাঁধের খাটিয়ামারী-রৌমারী সড়কের সবুজপাড়া(সুতিরপাড়) বাঁশের ভাঙ্গা সাঁকোয় বিলকিস নামের এক প্রসূতি নারী সন্তান প্রসব করেন। সকাল সাড়ে ১১টার দিকে ওই প্রসূতি নারীকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার সময় ভাঙা সাঁকোর মাঝেই কন্যা সন্তান প্রসব হয়।
প্রসূতি নারীর ভাবি আমিনা বেগম বলেন, বাড়ীতে প্রসব ব্যথা উঠলে তাকে ভ্যান যোগে রৌমারী হাসপাতালে নেওয়ার সময় সুতিরপাড় বাঁশের সাঁকোটি ভাঙ্গা থাকায় ভ্যানটি থেকে বিলকিসকে নামানো হয়। পায়ে হেঁটে পার হওয়ার সময় মাঝামাঝি বাঁশের সাঁকোটি ভাঙ্গা থাকায় পার হতে পারিনি। পরে সেখানে প্রচণ্ড প্রসব ব্যথা উঠে এবং কন্যা সন্তান জন্ম দেন।
উল্লেখ্য, ২০১৪ সালে বন্যায় পাকা রাস্তাটি ভেঙ্গে যায়। পরে চলাচলের জন্য বাঁশের সাঁকো তৈরি করা হয়। স্থানীয়রা একাধিকবার জনপ্রতিনিধিদের কাছে স্থায়ী ব্রিজ নির্মাণের জন্য দাবি করেন। কিন্তু সেখানে আজও কোন স্থায়ী ব্রিজ নির্মাণ করা হয়নি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর