
গত কয়েকদিনে মৌলভীবাজার জেলার সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে বিএসএফের পুশইন করা ৭৪ জনকে বাংলাদেশে অনুপ্রবেশকালে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনার পর বিজিবির পক্ষ থেকে সীমান্তে নিরাপত্তা জোরদারের পাশাপাশি বাড়ানো হয়েছে নিরাপত্তা চৌকি। সীমান্তে বিএসএফের পুশইন ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।
বিজিবি-৫২ ব্যাটালিয়ন বিয়ানীবাজার সূত্রে জানা যায়, বড়লেখা উপজেলার বোবারথল ও পাল্লার থল সীমান্ত দিয়ে বিগত কয়েকদিনে ৫৯ জনকে বিএসএফ বাংলাদেশে পুশইন করে। পরে বিজিবি তাদেরকে আটক করে। আটককৃতদের মধ্যে ৪৪ জনের পরিচয় শনাক্তের পর বড়লেখা থানা পুলিশের মাধ্যমে আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকী ১৫ জনের পরিচয় নিশ্চিত হওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।
এদিকে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) সূত্রে জানা যায়, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ধলাই সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে ১৫ জনকে আটক করে বিজিবি। পরে তাদেরকে কমলগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মেহেদি হাসান পিপিএম বলেন, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে অতিরিক্ত জনবল মোতায়েন ও তল্লাশি চৌকি বসিয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া বর্তমান প্রেক্ষাপটে আমরা সীমান্তে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি। প্রতিটি সন্দেহজনক চলাচল নজরদারির আওতায় আনা হয়েছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর