
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, খুব শিগগিরই ইন্টারনেট চালু করতে কাজ চলছে। সন্ত্রাসীদের আগুনে পুড়ে যাওয়া ঢাকা-চট্টগ্রামে কয়েকশত মিটার ওভার হেড অপ্টিক্যাল ক্যাবল সংযোগ পুনস্থাপন সম্পন্ন করা হয়েছে। মহাখালীতে পুড়ে যাওয়া ডেটা সেন্টারগুলো প্রায় অপারেশনাল এবং সঞ্চালন লাইনসমূহও ইতোমধ্যে পুনস্থাপন করা হয়েছে।
প্রতিমন্ত্রী আজ ঢাকায় মহাখালীতে দুষ্কৃতকারীদের পুড়িয়ে দেওয়া ক্ষতিগ্রস্ত ৩টি ডেটা সেন্টার পরিদর্শনকালে সাংবাদিকদের এ তথ্য জানান।
অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ সচিব ড. মোঃ মুশফিকুর রহমান, আইসিটি সচিব মোঃ সামসুল আরেফিন, বিটিআরসি’র চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ এবং আইএসপিএবি’র সভাপতি এমদাদুল হক এসময় উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী এর আগে ক্ষতিগ্রস্ত ৩টি ডেটা সেন্টার ঘুরে দেখেন। উল্লেখ্য, মহাখালীতে অবস্থিত এই তিনটি ডেটা সেন্টারে ২০টির বেশি আইআইজিডব্লিউ, আইজিডব্লিউ এবং আইসিএক্স ডেটা স্টোর করে রাখা।
সর্বশেষ খবর