
কারফিউ চলার মধ্যেই মুন্সীগঞ্জ শহরে অনন্ত ১০টি ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটেছে। এতে ঐ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার (২৩ জুলাই) রাত সোয়া ১১টার দিকে শহরের খালইস্ট এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক পুরো এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল শুরু হয়। পুরো এলাকা ঘিরে তল্লাশি চালায় তারা।
স্থানীয় এক বাসিন্দা জানান, খালইস্টের মেথরপট্টির কাছে রাত সোয়া ১১টার দিকে আকস্মিক ৮-১০টি ককটেল বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে আতঙ্কিত হয়ে ওঠে আশপাশের এলাকার মানুষ। টনক নড়ে পুলিশের। কারফিউ অবস্থায় পুরো জেলাই ছিল শান্ত। এ সময় আতঙ্কের তকমা দিতে কারা এই ঘটনা ঘটালো, তার মূল উৎপাটনের দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা।
সর্বশেষ খবর