
রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের সুর্বন কোলা গ্রামে নুরুল ইসলাম নামের এক কৃষককে মাঠে কাজ করা অবস্থায় কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। ওই কৃষক উপজেলার কসবামাজাইল ইউনিয়নের সুবর্ণখোলা গ্রামের সবুর শেখের ছেলে।
শনিবার (১০ মে) বিকালে মাঠে কাজ করা অবস্থায় তার উপর অর্তকৃত হামলা চালায় ওই এলাকার কাজলের ছেলে হ্রদয়সহ বেশ কয়েকজন বলে অভিযোগ করেন কৃষক নুরুল ইসলামের পরিবার। হামলায় গুরুতর আহত হয় কৃষক নুরুল ইসলাম।
এ সময় স্থানীয়রা মাঠ থেকে ওই কৃষককে উদ্ধার করে পাংশা হাসপাতালে নিয়ে আসে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য
প্রেরণ করেন পাংশা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তিনি জানান, মাথায় আঘাত রয়েছে। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে, কৃষকের উপর হামলাও রাজনৈতিক গুরুপিং এর অংশ বলে জানান হাসপাতালে নুরুল ইসলামের স্বজনেরা।
এ ব্যাপারে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন বলেন, বিষয় টা জানবার সাথে সাথে পুলিশ পাঠিয়েছি, এখনো কেউ লিখিত অভিযোগ দেইনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর