
কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত কয়েকদিন উত্তাল ছিল বাংলাদেশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে এখনো কারফিউ চলছে। ডেটা সেন্টারে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের কারণে বিঘ্নিত হচ্ছে ইন্টারনেট সেবা।
এ অবস্থায় গত ৫ দিনে বাংলাদেশের আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট হয়ে আগরতলায় গেছেন ভারতীয় ও নেপালি ৩৯৬ জন মেডিকেল পড়ুয়া শিক্ষার্থী।
ইমিগ্রেশন পুলিশ ইনচার্জ খায়রুল আলম বলেন আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে গত পাঁচ দিনে ৩৯৬ জন শিক্ষার্থী আগরতলায় প্রবেশ করেছেন,এর মধ্যে ২০ জুলাই আগরতলা গিয়েছেন ৫৬ জন শিক্ষার্থী,২১ জুলাই ১৫১ জন,২২ জুলাই ৩০ জন,২৩ জুলাই ৪০ জন ২৪ জুলাই ১১৯ জন আগরতলায় প্রবেশ করেছেন।
এ বিষয়ে শিক্ষার্থীরা জানিয়েছেন পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও বাংলাদেশে ফিরবেন তাঁরা।
সর্বশেষ খবর