
নির্বাচন কমিশনে দীর্ঘ ১৯ বছরে আইন-বিধি অনুযায়ী পদোন্নতি না পাওয়া কর্মকর্তাদের মধ্যে তৈরী হয়েছে ক্ষোভ। মঙ্গলবার (২০ আগস্ট) সংকট নিরসনে ইসি সচিব শফিউল আজিমের কাছে দেওয়া পদোন্নতি বঞ্চিতদের আবেদনে বিষয়টি ওঠে এসেছে।
আবেদনে তারা উল্লেখ করেছেন, আমরা বিগত ৭ সেপ্টেম্বর ২০০৫ সালে উপজেলা নির্বাচন অফিসার/সহকারী সচিব/সমমান পদে যোগদান করি। দীর্ঘ ১৫ বছর পর আমরা ০৭ জন এবং পরবর্তীতে ১৮ বছর পর ১৩জন জেলা নির্বাচন অফিসার/সিনিয়র সহকারী সচিব/অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার/উপপরিচালক/সমমান পদে শূন্য পদের বিপরীতে পদোন্নতি প্রাপ্ত হই।
কিন্তু ৭ সেপ্টেম্বর ২০০৫ সালে আমাদের সাথে একই ব্যাচে ৯০ জন যোগদান করে উপসচিব/সিনিয়র জেলা নির্বাচন অফিসার/ পরিচালক/সমমান পদে ০২ (দুই) বার পদোন্নতি পান। আমাদের মাঝে এখনো অনেকে রয়েছেন দীর্ঘ ১৯ বছরে কোনো পদোন্নতি পান নাই, একই পদে কর্মরত রয়েছেন।
সম্প্রতি নবসৃষ্ট ৩৯টি অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার পদে পদোন্নতি কার্যক্রম চলমান রয়েছে। এরসাথে আমাদের ব্যাচের দুই দুই বার পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাগণের সুপার নিউমেরিক ভাবে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা/সমমান পদে ২৩ জন এবং উপসচিব পদে ৯০ জন পদোন্নতি কমিটির সুপারিশের জন্য কার্যক্রম শুরুহয়েছে।
পক্ষান্তরে, আমরা ২০২০ ও ২০২৩ সালে যারা পদোন্নতি পেয়ে জেলা নির্বাচন অফিসার/সিনিয়র সহকারী সচিব/অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার/উপপরিচালক/সমমান পদে পদোন্নতি পেয়েছি, তারা সুপার নিউমেরিক পদে পদোন্নতি প্রাপ্ত হবে না মর্মে গণ্য করা হয়েছে। এক্ষেত্রে আমাদের পদোন্নতি প্রাপ্ত পদে ০৫ বছর পূর্ণ না হওয়ার অযুহাতে আমাদেরকে এই সুপার নিউমেরিক পদে পদোন্নতি বঞ্চিত করার অপচেষ্টা চলছে, যা আইন ও বিধি সম্মত নয়।
আবেদনে আরো বলা হয়েছে, নির্বাচন কমিশন কর্মচারী নিয়োগ বিধিমালা,২০২৩ এ সুপার নিউমেরিক পদে পদোন্নতির কোনো বিধান নাই। তথাপি আমাদের পদোন্নতি প্রাপ্ত পদে ০৫ বছর নিয়মের বেড়াজালে আটকে সুপার নিউমেরিক পদে পদোন্নতি বঞ্চিত করা হচ্ছে। যদি আমাদের যথাসময়ে পদোন্নতি প্রদান করা হতো তাহলে আমরাও উপসচিব/সমমান পদে পদোন্নতির যোগ্য বলেই বিবোচিত হতাম।
২০১৯ সালের ৫ মে প্রজ্ঞাপনের আলোকে জেলা নির্বাচন অফিসার/সিনিয়র সহকারী সচিব/উপপরিচালক পদে চলতি দায়িত্ব প্রাপ্ত হই সে হিসাবে আমাদের ০৫ বছর পূর্ণ হয়। এই প্রেক্ষিতেও ভূতাপেক্ষভাবে আমরা পদোন্নতি যোগ্য হই।
অতএব, সুপার নিউমেরিক উপসচিব/সমমান পদে উল্লিখিত ৯০ জনের সাথে আমাদের ২১ জনসহ মোট ১১১ জনকে সুপার নিউমেরিক উপসচিব/সমমান পদে পদোন্নতি প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত অনুরোধ করছি।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর