
কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তামিম (১৬) নামের এক শিক্ষার্থীকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় মামলা করা হয়েছে। এ মামলায় ১৬ সাংবাদিক সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মোট ৭৬ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া আরও ৩৫/৪০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
মঙ্গলবার (২০ আগস্ট) সকালে তামিমের মা ফারজানা ইয়াছমিন কুষ্টিয়া মডেল থানায় মামলাটি করেন। তিনি সাংবাদিকদের নামে মামলা দিয়েছে সে বিষয়ে তিনি জানেন না। পরে জানার পরে সাংবাদিকদের নামে থানায় মামলা তুলতে গেলে তাৎক্ষণিক মামলাটি এন্টি হয়ে কোর্টে চলে যায়।
এজাহারে উল্লিখিত অন্য আসামিরা সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া ও কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সভাপতি ও দৈনিক বাংলা, নাগরিক টিভি কুষ্টিয়া প্রতিনিধি ও দৈনিক আরশীনগর পত্রিকার সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লব (৪৯), সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা প্রতিনিধি দৈনিক নওরোজ ও সংবাদ সারাবেলা মাহমুদ হাসান (৩৭), বিএফইউজের সহ-সভাপতি, জেলা প্রতিনিধি ডেইলি নিউ নেশন আফরোজা আক্তার ডিউ (৪৬), জিটিভি, যায়যায়দিন পত্রিকার জেলা প্রতিনিধি ও সম্পাদক দৈনিক কুষ্টিয়া প্রতিদিন ও কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সাধারণ সম্পাদক সোহেল রানা (৪০), কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির নির্বাহী সদস্য ও বাংলাদেশ প্রতিদিন ও নিউজ 24 এর জেলা প্রতিনিধি, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জাহিদুজ্জামান জাহিদ (৫০), সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও ভারপ্রাপ্ত সম্পাদক দৈনিক স্বর্ণযুগ পত্রিকার রাকিবুল হাসান রাকিব (৩৮), কুষ্টিয়া জেলা ইউনাইটেড অনলাইন প্রেসক্লাব'র সাধারণ সম্পাদক, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক, প্রধান সম্পাদক দৈনিক স্বর্ণযুগ পত্রিকার সালমান শাহরিয়ার রাজু (৩৮), কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির দপ্তর সম্পাদক ও দৈনিক নবচেতনা, বিএমএফ টেলিভিশন বিডি ২৪ লাইভ এর জেলা প্রতিনিধি এস. এম.ওয়ালিদুজ্জামান শুভ (৩০), কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি'র নির্বাহী সদস্য ও গণমুক্তির জেলা প্রতিনিধি হাফিজুর রহমান জীবন (৩৬), ভারপ্রাপ্ত সম্পাদক দৈনিক পদ্মা গড়াই নাসির উদ্দীন (৩৫), এশিয়ান টেলিভিশনের মিরপুর ভেড়ামারা প্রতিনিধি, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির নির্বাহী সদস্য ফয়সাল চৌধুরী (৩৫), সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক ও বাংলাদেশ সমাচার এর জেলা প্রতিনিধি জাহাঙ্গীর খাঁন (৫০), কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সদস্য ও অনলাইন নিউজ পোর্টাল গড়াই নিউজ২৪ এর সম্পাদক আতিকুজ্জামান ছন্দ (৩৬), কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সদস্য ও অনলাইন নিউজ পোর্টাল গড়াই নিউজ২৪ এর নির্বাহী সম্পাদক পপি জামান (২৬), কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সদস্য ও কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সদস্য, জাতীয় দৈনিক আলোচিত কণ্ঠ এর জেলা প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস (২৮), ডেইলি ট্রাইবুনাল এর স্টাফ রিপোর্টার আব্দুল রাজ্জাক রাজু, দৈনিক সূত্রপাতের স্টাফ রিপোর্টার আরিফ বিল্লাহ, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি'র সাংগঠনিক সম্পাদক ও আনন্দ টিভির জেলা প্রতিনিধি ফিরোজ কায়সার।
সাংবাদিক নেতারা বলছে, একটি অসাধুচক্র বিভিন্ন মামলায় সাংবাদিকদের নামে ষড়যন্ত্রমূলক নাম দিয়ে মামলা করাচ্ছে। এটি খুবই দুঃখজনক। স্বাধীন গণমাধ্যম কে ধ্বংস করার জন্যই এই ধরনের চক্রান্ত করছে। এতে সরকার প্রশ্নবিদ্ধ হচ্ছে। সাংবাদিকদের মাললার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন কুষ্টিয়ায় পেশাগত সাংবাদিকদের নামে মিথ্যা মামলা করা হচ্ছে যা পেশাগত সাংবাদিকতায় গভীর উদ্বেগ ও হুমকি সৃষ্টি হয়েছে। আগামীতে সাংবাদিকতার পেশা টিকিয়ে রাখতে হলে এই ধরনের মিথ্যা মামলা হয়রানি ও ষড়যন্ত্র বন্ধ করতে হবে। সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া নেতৃবৃন্দ সাংবাদিকদের নামে মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে, প্রকৃত ঘটনা সুষ্ঠু তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, তামিম হত্যাচেষ্টার ঘটনায় মামলা হয়েছে। ৭৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩৫-৪০ জনকে আসামি করা হয়েছে। তবে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার বিষয়ে তিনি দুঃখ প্রকাশ করেন। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর