
বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকায় একটি ফ্ল্যাটের ছাদের রেলিং থেকে পড়ে সাবিরা ইয়াসমিন (১৭) নামে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের একাদশ শ্রেণির ছাত্রী নিহত হয়েছেন। ২৭ আগস্ট (মঙ্গলবার) সন্ধ্যা ৬টার দিকে ওই ফ্ল্যাটে ছাদের রেলিং এ হেলান দিয়ে সে তার মায়ের সাথে গল্প করছিল। এ সময় অসাবধানতাবশত : সাবিরা রেলিং থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়। স্থানীয় সূত্রে জানা যায়, জলেশ্বরীতলা নূর মসজিদের পিছনে নুসরাত হোম নামে একটি ৮ তলা ভবনের ফ্ল্যাটে পরিবার নিয়ে ভাড়া থাকেন সামিরার পরিবার।
তার বাবা ভ্যারাইটি ব্যবসায়ী আব্দুর রাজ্জাক। তাদের বাড়ি বগুড়ার মহাস্থানে। সে এবার বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে। বগুড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন পশারী হিরু বিষয়টি নিশ্চিত করে জানান, সাবিরা স্বাস্থ্যবতী ছিল। ওই ভবনের ছাদের রেলিং এর সাথে হেলান দিয়ে তার মায়ের সাথে গল্প করছিল। এ সময় অসাবধানতাবশত: সাবিরা নিচে পড়ে গিয়ে মারা যায়।
তিনি আরও বলেন, সাবিরার লাশ তার গ্রামের বাড়ি মহাস্থানে নিয়ে যাওয়া হয়েছে। এ ব্যাপারে সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফইম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর