
ইসলামী বিশ্ববিদ্যালয়ে শ্রমিক স্বাস্থ্য ক্যাম্পেইন ও তরমুজ উৎসবের আয়োজন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বৃহস্পতিবার (১ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে এই ক্যাম্পেইন হয়। এতে অর্ধশতাধিক নির্মাণ শ্রমিক অংশ নেন।
এসময় শ্রমিকদের মাঝে প্রাথমিক স্বাস্থ্যসেবা ও মৌসুমি ফল তরমুজ বিতরণ করা হয়। এর আগে তাদের নিয়ে হাঁড়িভাঙা খেলার আয়োজন করে সংগঠনটি।
ক্যাম্পেইনে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান। এছাড়া ছিলেন সংগঠনটির সমন্বয়ক এস এম সুইট, সহ সমন্বয়ক নাহিদ হাসান, গোলাম রব্বানী, তানভীর মন্ডল, ইয়াসিরুল কবির সৌরভ, মুবাশ্বির আমিন, সাজ্জাতুল্লাহ শেখ, ইসমাইল রাহাত ও আব্দুল্লাহ নোমানসহ অন্যরা।
এসময় সমন্বয়ক এস এম সুইট বলেন, শ্রমিক কৃষকরা আমাদের দেশের মূল স্টেকহোল্ডার। তারা দেশের উন্নয়ন অগ্রযাত্রায় বড় ভূমিকা পালন করে। কিন্তু দেশের রাষ্ট্রীয় পর্যায় থেকে এই শ্রমিক শ্রেণির মানুষদের যথাযোগ্য স্বীকৃতি দেয়া হয় না। জুলাই গণঅভ্যুত্থানেও শ্রমিকদের অবদান অনস্বীকার্য।
উপাচার্য অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, আমরা এখনো শ্রমিক এবং মালিকের পার্থক্য আমরা ঘুচাতে পারিনি। পৃথিবীর শোষিত মানুষের অধিকার আদায়ে শ্রমিক শ্রেণিরা সবসময় আন্দোলন করে।
এই শ্রমিকদের ঘামে মিশে আছে আমাদের উন্নয়ন। তাতের ঘামেই মিশে আছে আমাতের সুন্দর পৃথিবী। জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলন হয়েছে। এই আন্দোলনের মূল স্প্রিট হলো বৈষম্য নিরসন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর