
নাটোরের বাগাতিপাড়ায় নারিকেল গাছ জুড়তে গিয়ে (পরিষ্কার) বিদ্যুৎস্পৃষ্টে ছলিম উদ্দীন ( ৬৮) নামে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার পাকা ইউনিয়নের চিথলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ছলিম উদ্দীন উপজেলার মালিগাছা নিমতলা এলাকার মৃত আলীম উদ্দীনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে ছলিম চিথলিয়া গ্রামের আয়নালের বাড়িতে নারিকেল গাছ পরিষ্কার করার কাজ করছিলেন।
এ সময় হঠাৎ নারিকেল গাছের একটি ডাল বিদ্যুৎয়ের তারের ওপর পড়ে। সেই ডালটি সরাতে গিয়ে তিনি বিদ্যুতায়িত হয়ে সেখানেই মারা যান এবং ওই গাছেই ঝুলতে থাকেন। পরে স্থানীয়রা তাকে ওই অবস্থায় দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা তার লাশ উদ্ধার করে। এ ব্যাপারে নারিকেল গাছটির মালিক আয়নাল বলেন, নারিকেল গাছ পরিষ্কার করার জন্য তাকে দিনমজুর হিসেবে কাজে নেওয়া হয়েছিল। গাছ পরিষ্কারের সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে মারা গেছে।
এটা একটা দুর্ঘটনা।বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আর নিহতের পরিবার বিনা ময়না তদন্তে লাশ হস্তান্তরের আবেদন করলে পরিবারকে লাশটি হস্তান্তর করা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর