
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) রোভার স্কাউট গ্রুপের সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফলিত গণিত বিভাগের প্রভাষক আব্দুল করিম। নোবিপ্রবি রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) কর্তৃক এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্তৃপক্ষের আদেশক্রমে উপযুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে, রোভার স্কাউট গ্রুপের সার্বিক কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে নোবিপ্রবি ফলিত গণিত বিভাগের প্রভাষক জনাব আব্দুল করিম কে নোবিপ্রবি’র রোভার স্কাউট গ্রুপের সম্পাদক হিসেবে পরবর্তী নির্দেশনা দেয়া পর্যন্ত নিয়োগ দেয়া হলো।
এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত নতুন সম্পাদক আব্দুল করিম বলেন, কর্তৃপক্ষ যেহেতু আমাকে দায়িত্ব দিয়েছে অবশ্যই আমি সর্বোচ্চ চেষ্টা করবো রোভার স্কাউট গ্রুপকে আরোও সুসংগঠিত করার জন্য। যেহেতু এখনো ১৭-১৮ তম ব্যাচ থেকে রিক্রুটমেন্ট সম্ভবত হয়নি, চেষ্টা করবো অতিদ্রুত আমরা রিক্রুটমেন্ট দেওয়ার। আর যারা বিগত দিনে রোভার স্কাউট গ্রুপের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন,তাঁদের সবাইকে ধন্যবাদ দিতে চাই সুন্দরভাবে দায়িত্বপালনের জন্য।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর