
শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় অধিকাংশ কারখানায় কাজে ফিরেছে শ্রমিকেরা। তবে আজও বন্ধ রয়েছে ৪৯ টি শিল্প কারখানা।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে নির্ধারিত সময়ে আশুলিয়ার বিভিন্ন শিল্প কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দেন। সড়কে সেনাবাহিনী, বিজিবি, র্যাব,পুলিশের সদস্যরা টহল দিচ্ছেন। বিভিন্ন কারখানার সামনে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন।
শিল্পাঞ্চল পুলিশ-১ জানায়, বন্ধ কারখানাগুলোর অধিকাংশ তৈরি পোশাক কারখানা। তবে বন্ধ কারখানাগুলোর মধ্যে ঔষধ, চামড়াজাত পণ্য প্রস্তুতসহ বিভিন্ন ধরনের কিছু সংখ্যক কারখানাও রয়েছে। শ্রম আইন-২০০৬ এর ১৩ (১) ধারা অনুযায়ী ৩৬ টি কারখানা বন্ধ রয়েছে। এর বাইরে ১৩ টি কারখানা বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ।
এ বিষয়ে আশুলিয়ার শিল্পাঞ্চল পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, বাংলাদেশ শ্রম আইন ১৩ (১) ধারায় আজ ৩৬ টি শিল্পকারখানা বন্ধ রয়েছে। এর বাইরে ১৩ টি কারখানা বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। এর আগে ৮৬ টি কারখানা বন্ধ ছিল। বন্ধ কারখানাগুলোর মধ্যে ঔষধ, চামড়াজাত পণ্য প্রস্তুতসহ বিভিন্ন ধরনের কারখানাও রয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর