
কুমিল্লার বুড়িচং উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকের ধাক্কায় ফয়সাল আহমেদ তন্ময় (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার মনিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তন্ময় মনিপুর গ্রামের আলকাছ ভূঁইয়ার ছেলে। তিনি কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন এবং কলেজের সামনে একটি স্টেশনারি দোকান চালাতেন।
নিহতের চাচাতো ভাই সুমন ভুইয়া জানান, রাতে দোকান বন্ধ করে তন্ময় এক বন্ধুকে নিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে গিয়ে রাস্তার পাশের পিলারের সাথে আঘাত পান।
স্থানীয়রা তাকে উদ্ধার করে কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বুধবার সকাল ১১টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
সর্বশেষ খবর