• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ০২ মে, ২০২৫
  • শেষ আপডেট ১৫ মিনিট পূর্বে
মোঃ কামরুল হাসান নিরব
ফেনী প্রতিনিধি
প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:৩৬ বিকাল

ফেনীতে এ মূহুর্তে বন্যার কোন আশঙ্কা নেই

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র দেশের পূর্বাঞ্চলের ফেনী, চট্টগ্রাম ও সিলেটে স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা করলেও ফেনীতে এই মুহুর্তে বন্যার কোন আশঙ্কা নেই বলে পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানাগেছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানাগেছে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনীয়া নদীর পানি এখনও বিপদ সীমার অনেক নিচে দিয়ে প্রাবহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড ফেনীর নির্বাহি প্রকৌশলী রাশেদ শাহরিয়ারের কাছে এ ব্যাপারে জানতে বারবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

স্থানীয়রা জানান, ফেনীতে গুড়িগুড়ি বৃষ্টিপাত হলেও এখনও তীব্র বৃষ্টিপাত হচ্ছে না। স্থানীয় নদীগুলোর পানি এখনও স্বাভাবিক অবস্থায় রয়েছে। পানিও এখনও বিপদ সীমার অনেক নিচে আছে।

প্রসঙ্গত, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে গত আগস্ট মাসের ২০ তারিখ ফেনীর পরশুরাম ও ফুলগাজী প্লাবিত হয়। স্মরণকালের ভয়াবহ বন্যায় পুরো জেলার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলা প্রশাসন গত বুধবার জেলার মোট ক্ষয়ক্ষতির পরিমাণ গণমাধ্যমকে জানিয়েছেন।

জেলা প্রশাসকের তথ্য অনুযায়ি বন্যায় জেলার মোট ৮৮২.২৯ বর্গ কিলোমিটার এলাকা ক্ষয়ক্ষতি হয়েছে। জেলার আধাপাকা ও কাঁচা ঘরের মধ্যে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ৮৩৫০টি ও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৬০৬৮টি ঘর। এর মধ্যে আধাপাকা ঘর সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে ২৫৫টি ও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ২ হাজার ৬৩২টি। কাঁচা ঘর সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে ৮ হাজার ৯৫টি ও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৩ হাজার ৪৩৩টি।

সরকারি ও বেসরকারি আশ্রয়কেন্দ্রে মোট আশ্রয় নিয়েছে ২ লাখ ৪৭ হাজার ৭৫০জন। দুর্যোগে আক্রান্ত আশ্রয়গ্রহণকারী ব্যক্তির সংখ্যা ৯ লাখ ৬৯ হাজার ৭৫০ জন। তারা নিজ বাড়িতে, উঁচু সড়কে ও বাঁধে অস্থায়ী শিবিরে ছিলেন।

পশুর মধ্যে ভেড়া ২ হাজার১৬৪, গরু ৩০ হাজার ৬৫০, ছাগল ১১ হাজার ৪৮৭, মহিষ ১৯৪, মুরগি ৫৭ লাখ ২১ হাজার ৩০১ ও হাঁস ১ লাখ ৬৭ হাজার ২৭৭টি মৃত্যুবরণ করেছ। ৩৩ হাজার ২৮ হেক্টর শস্যক্ষেত, ১ হাজার৪২৪ হেক্টর বীজতলা ৪৪৬৬৫.২৪ হেক্টর হেচাররি, মৎস, চিংড়ি ঢ়ের, মৎস বিজরণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। ৭০৭.৫০ কিলোমিটার বিদ্রূৎ লাইন আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

৫৪টি মসজদি সম্পূর্ণ ১হাজার২৪২টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ১টি মন্দির সম্পূর্ণ ও ২০০টি মন্দির আংশিক ক্ষতিগ্রস্ত হয়েঠে।

৯২.৮১ কিলোমিটার পাকা সড়ক সম্পূর্ণ ও ৪৮১.৮২ কিলোমিটার পাকা সড়ক আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ১টিব্রিজ সম্পূর্ণ ও ২টি আংশিক, ২টি কালভার্ট সম্পূর্ণ ও ২১টি আংশিক ইট ও খোয়ার সড়ক সম্পূর্ণ ১২.৫০ কিলোমিটার ও আংশিক ৩২.৭০ কিলোমিটারসড়কপথ ২০১.৩১ সম্পূর্ণ ও ১হাজার ৩০৩৫.৮২ কিলোমিটার আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

২৩ হেক্টর বনায়ন সম্পূর্ণ ও ৪৯ হেক্টর আংশিক ২১ হাজার ৭৫ হেক্টর নার্সারী সম্পূর্ণ ও ৩৬.৫০ হেক্টর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ৩২৩টি প্রাথমিক বিদ্যালয় ১৫৯টি উচ্চ বিদ্যালয়২০টিকলেজ৮৮টি মাদ্রাসা, ৫টি কমিউনিটি স্তুল আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ২টি মাদ্রাসা ও ১চি কমিউনিটি স্কুল সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। ৩টি ক্লিনিক ও ২৮টি কমিউনিটি ক্লিনিক সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। ১০টি হাসপাতাল, ২টি ক্লিনিক ৫১চি কমিউনিটি ক্লিনিক আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
ইমেইলঃ office.bd24live@gmail.com