
ভোলার চরফ্যাশন উপজেলার ভাষান চরের পূর্ব পাশে মেঘনা নদীতে বৈরি আবহাওয়ায় ৯ মাঝিমাল্লা নিয়ে মাছ ধরার একটি ট্রলার ডুবির ঘটনা ঘটনা ঘটেছে। ৯ জেলে এখনো নিঁখোজ। দুই দিন অতিবাহিত হলেও এখনো উদ্ধার হয়নি ৯ জেলে। উদ্বেগ-উৎকন্ঠায় দিন কাটছে পরিবারগুলোর। বৈরি আবহাওয়ার কারনে উদ্ধার অভিযান পরিচালনায় ব্যাহত হচ্ছে বলে জানান চর মানিকা কোস্ট গার্ড স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার সানোয়ার হোসেন। বৃহস্পতিবার ঢালচর মৎস্য ঘাটে ফেরার পথে উত্তাল ঢেউয়ে রাত সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
ঢালচর ইউনিয়নের বাসিন্দা আলমগীর হোসেন জানান, মোসলেউদ্দিন মাছির মালিকানাধীন ৯জন মাঝিমাল্লাসহ ঢালচর মৎস্য ঘাট থেকে বৃহস্পতিবার সকালে মেঘনার শেষ প্রান্ত সাগর মোহনায় মাছ শিকারে যান। মোসলেউদ্দিন নিজেই ট্রলারের মাঝির দায়িত্ব পালন করছিলেন। বৈরি আবহাওয়া দেখে ঘাটে ফেরার পথে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে উত্তাল ঢেউয়ে ট্রলার ডুবে যায়। এতে ৯জন জেলে এখনো নিঁখোজ রয়েছেন।
প্রাথমিক ভাবে ৯ জন জেলের মধ্যে তিন জন জেলের নাম ও ঠিকানা জানা গেছে, তারা হলেন- জাহানপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা মোসলেউদ্দিন মাঝি, ঢালচর ৩নং ওয়ার্ডের সুজন ও একই এলাকার কাসেম মোল্লা। বাকি ৬জনের নাম ও ঠিকানা এখনো জানা যায়নি।
সুজনের পিতা নুরে আলম জানান, সুজনের বয়স ১৮ বছর। সে অবিবাহিত। সংসারের হাল ধরতে তার ছেলে সুজন জীবিকার তাগিদে মাছ শিকারে নদীতে যায়। আবহাওয়া খারাপ থাকার কারনে ঘাটে ফেরার পথে ট্রলার ডুবে যায়। দুই দিন হয়েছে এখনো ছেলের সন্ধান না পাওয়ায় উৎকন্ঠায় রয়েছে তার পরিবার।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার দিকে মোসলেউদ্দিন মাঝির একটি জেলে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। বৈরি আবহাওয়ার কারনে কোস্ট গার্ড ও নৌ-পুলিশসহ মৎস্য বিভাগের কর্মকর্তাসহ উদ্ধার অভিযান পরিচালনা ব্যাহত হচ্ছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর