
বগুড়ায় সোনালী রঙের একটি রাধা-কৃষ্ণের নকল স্বর্ণের মূর্তি উদ্ধার করেছে পুলিশ। এ সময় ২ জনকে গ্রেপ্তার করা করা হয়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৬ টার দিকে জেলার কাহালু উপজেলার পাইকড় মহিষামুড়া এলাকা থেকে মূর্তি উদ্ধার করে থানা পুলিশ।
গ্রেপ্তার দুই ব্যক্তি হলো, জেলার দুপচাঁচিয়া উপজেলার খাগড়া এলাকার ওসমান আলীর ছেলে আরাফাত হোসেন সবুজ (৩৩) ও একই উপজেলার ভান্ডুরিয়া এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে সোহেল (২৬)। বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান।
পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার পাইকড় মহিষামুড়া এলাকায় দুই জন ব্যক্তি একটি স্বর্ণের মূর্তি বিক্রির উদ্দেশ্যে অবস্থান করেছে। এ সময় অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে তল্লাশি করা হলে তাদের কাছ থেকে একটি সোনালী রঙের রাখা-কৃষ্ণের ১২ ইঞ্চি নকল স্বর্ণের মূর্তি উদ্ধার করে পুলিশ।’
ওসি শাহীনুজ্জামান আরো বলেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে কাহালু থানায় মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর