
ভোলার চরফ্যাসনে পৃথক সড়ক দুর্ঘটনায় মিনজু (১১) ও হামিম (৭) নামের দু'শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার চর-মাদ্রাজ ইউনিয়নের মেহজানপুর গ্রামের সর্দার চৌমুহনীতে ব্যাটারি চালিত অটোরিকশা চাপায় মিনজু ও দুপুরে উপজেলার জিন্নাগড় ৫ নং ওয়ার্ডের লতিফ মিয়ার দোকানের সামনে অটোরিকশা ধাক্কায় হামিম নিহত হন।
নিহত শিশু মিনজু চর-মাদ্রাজ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মনজু হাওলাদার এর মেয়ে এবং নিহত শিশু হামিম জিন্নাগড় ৫ নং ওয়ার্ডের আবু নুরুল্লার ছেলে।
নিহত মিনজুর মা লিলু বেগম জানান, উপজেলার চর মানিকা ইউনিয়নে তার নানা বাড়ি থেকে একটি মাদ্রাসায় পড়াশোনা করতো মিনজু। শনিবার সকালে মা লিলু বেগমসহ অটোরিকশায় নানা বাড়ি যাওয়ার সময় চর মাদ্রাজ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সর্দার চৌমুহনীতে আসলে পিছন থেকে বেপরোয়া গতির একটি অটোরিকশা অতিক্রম করতে গেলে আমাদের রিকশাটি উল্টে যায়। এসময় মিনজু রিকশার নিচে চাপা পড়ে মাথায় আঘাত পায়। পরে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে শনিবার দুপুর দেড়টার দিকে দুলার হাট মহাসড়কে পৃথক দুর্ঘটনায় শিশু হামিমের মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতিতে একটি অটোরিকশা চরফ্যাসনের দিকে আসছিলেন। এসময় শিশু হামিম একই সড়কের লতিফ মিয়ার দোকানের সমনে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির অটোরিকশাটি শিশুটিকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা শিশুটিকে গুরুতর আহত অবস্থায় চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
চরফ্যাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত শিশুদের পরিবারের কোন অভিযোগ না থাকায় নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর