
ফেনী সদর উপজেলা যু্বদলের সদস্য সচিব শাহাদাত হোসেন এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজহারুল ইসলাম বাবলুর নেতৃত্ব বিএনপি সহযোগী সংগঠনের অফিস ‘শহীদ জিয়া পরিষদ’ হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকালে এই হামলার ঘটনা ঘটে।এসময় প্রায় ৪০/৫০ জনের একটি দল এসে উক্ত অফিসে হামলা চালায়। এতে অফিসে থাকা চেয়ার টেবিল ও খালেদা জিয়া, জিয়াউর রহমান এবং তারেক রহমানের ছবি নিচে ফেলে ভেঙে দেওয়া হয়। এছাড়াও অফিসের দরজা জানালাও ভাঙচুর করা হয়।
এ বিষয়ে সদর উপজেলা ছাত্রদলের নেতা জিয়াউদ্দিন আহমেদ জানান, কোন ধরনের উসকানি ছাড়াই "শহীদ জিয়া পরিষদ" ভাঙচুর করা হয়।জিয়া পরিষদ তো আমাদের সকলের। তাহলে তারা যুবদল ছাত্রদলের নেতা হলে এ হামলা করে কীভাবে?
এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন জানান, বিষয়টি অভ্যন্তরীণ কোন্দলের কারণে হয়েছে।তবে জিয়া পরিষদ ভাঙচুর করা একটি নিন্দনীয় কাজ।’
একই বিষয়ে জেলা এবং উপজেলা বিএনপির একাধিক নেতারা বিষয় টি অবগত আছেন বলে জানান।
এ বিষয়ে ফেনী মডেল থানার ওসি জানান, ‘ফরহাদনগরে বিএনপির একটি অফিস ভাংচুরের একটি খবর পেয়েছি। তবে এখনও কোন অভিযোগ আসে নি।অভিযোগ হাতে পেলে ব্যবস্থা নেব।’
এ বিষয়ে কথা বলতে মুঠোফোনে যুবদলের সদস্য সচিব শাহাদাত হোসেন কে ফোন করা হলে সংযোগ পাওয়া যায় নি।
এর পূর্বেও ফরহাদনগরে বিএনপি নেতাদের মারধরের অভিযোগ উঠে আরেক অংশের বিরুদ্ধে। এ বিষয়ে বিভিন্ন পত্রপত্রিকায় নিউজ হয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর