
“রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা” ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (৯ অক্টোবর) দুপুর ১২টায় দলটির আমীর ড. শফিকুর রহমান এই প্রস্তাবনা পেশ করবেন।
বেলা ১১টা ৩৭ মিনিটে জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, বুধবার দুপুর ১২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে “রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা” উপস্থাপন করবেন আমীরে জামায়াত ড. শফিকুর রহমান।
গত ৫ অক্টোবর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংলাপে অংশ নেন জামায়াত আমিরসহ প্রতিনিধি দল। সংলাপ শেষে বেরিয়ে সাংবাদিকদের জামায়াত আমীর জানিয়েছিলেন, ৯ অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্র সংস্কারের রূপরেখা তুলে ধরবে।
তিনি বলেছিলেন, এই সরকার দেশ শাসনের জন্য আসেনি, তারা একটা ভোটের পরিবেশ তৈরির জন্য এসেছে। তাদেরকে নানা রকম সংস্কারের প্রস্তাব দেয়া হয়েছে। জামায়াতের পক্ষ থেকে রাষ্ট্র সংস্কারের রূপরেখা তুলে ধরা হবে।
ড. শফিকুর রহমান আরও বলেছিলেন, ‘এই সরকার নিরপেক্ষ থেকে একটি ভালো নির্বাচন উপহার দেবে জাতিকে। আমরা সরকারকে যৌক্তিক সময় দিতে চাই, সেটা কতদিনের সেটা আমরা জানাবো।’
জামায়াত সরকারকে দুইটি রোডম্যাপ দিয়েছে জানিয়ে শফিকুর রহমান বলেছিলেন, একটি সংস্কারের, অন্যটি নির্বাচনের। ভোটের আগে সংস্কার চায় জামায়াত। আগে সংস্কার, পরে নির্বাচন। এজন্য অনেকগুলো প্রস্তাব দিয়েছে জামায়াত।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর