
গত ১৮ সেপ্টেম্বর খাগড়াছড়িতে মামুন নামের এক যুবককে হত্যার ঘটনায় রাঙামাটিতে ২০ সেপ্টেম্বর পাহাড়ি-বাঙালি সংঘর্ষ ছড়ায়। সংঘর্ষ চলাকালে অনিক নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়।
এ ঘটনার পর রাঙামাটি কোতয়ালী থানায় অগ্নিসংযোগ, ভাংচুর এবং হত্যাকান্ডের ঘটনায় দু’টি মামলা দায়ের করা হয়েছিলো। মামলার পর পুলিশ অপরাধীদের ধরতে অভিযানে নামে।
বুধবার রাঙামাটি পুলিশ অনিক চাকমা হত্যার দায়ে মো. জালাল (২৫) নামের এক যুবককে চাঁদপুর থেকে আটক করে। দিনের অপরদিকে পুলিশ রাঙামাটি শহরের ভেদভেদী এলাকায় অভিযান চালিয়ে অনুপম চাকমা (২৫) এবং সজিব চাতমা (২৭) নামের আরও দু’যুবককে অগ্নি সংযোগ ও ভাংচুরের ঘটনার অভিযোগে আটক করে।
আটককৃতদের বুধবার বিকেলে রাঙামাটি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট স্বর্ণ কমল সেনের আদালতে তোলা হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে অনিক হত্যার অভিযোগে গত ০৪অক্টোবর খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা থেকে মো. রুবেল এবং ০৫অক্টোবর রাঙামাটি শহর থেকে মো. আবরারসহ দু’যুবককে আটক করেছিলো। অগ্নিসংযোগ ভাংচুরের ঘটনায় ৫ অক্টোবর জেলা শহর থেকে মো. আরিফুল এবং মো, রাকিব নামের আরও দু’যুবকে আটক করেছিলো পুলিশ।
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর ভোরে খাগড়াছড়িতে মামুন নামের এক যুবকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে দীঘিনালা, খাগড়াছড়ি ও রাঙামাটিতে সহিংসতার ঘটনা ঘটে। এতে চারজন নিহত ও অনেকে আহত হয়েছিলেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর