
টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবেশে অটোরিকশা ছিনতাই করার সময় এক ব্যক্তিতে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা। ওই যুবকের বাড়ি বরিশাল বলে জানা গেলেও তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। রোববার (২০ অক্টোবর) ১১ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সাটিয়াচড়া এলাকায় এ ঘটনা ঘটে।
অটোরিক্সার চালক রমজান জানান, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাকুল্যা বাসস্ট্যান্ড থেকে দেলদুয়ার উপজেলার নাসির গ্লাস ফ্যাক্টরির সামনে যাওয়ার উদ্দেশ্যে এক ব্যক্তি তার রিকশা ভাড়া করেন। মহাসড়কের জামুর্কী অতিক্রম করার পর একটি সাদা প্রাইভেটকার তার রিকশা গতিরোধ করে ও প্রাইভেটকারে থাকা কয়েকজন নেমে তাকে মারধর করে। এসময় রিকশায় থাকা যাত্রী রিকশাটি চালিয়ে মির্জাপুরের দিকে রওনা হয়। মোবাইল ফোনে নিকট আত্মীয়দের সংবাদ দিলে তারা মহাসড়কের সাটিয়াচড়া এলাকায় রিকশাটি আটক করে। এরপর স্থানীয় জনতা রিকশা ছিনতাইকারীকে গণধোলাই দেয়। তবে প্রাইভেটকারে থাকা ব্যক্তিরা পালিয়ে যায়।
এব্যাপারে মির্জাপুর থানার এএসআই মিরান জানান, রিকশা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা ব্যক্তি বর্তমানে চিকিৎসাধীন। তাকে নজরে নজরে রাখতে বলা হয়েছে। এ বিষয়ে রিকশাচালক অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর