
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ভোলার মেঘনা ও তেুতুলিয়া নদী থেকে ২৫ জেলেকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষীবাহিনী। জব্দ করা হয়েছে ২০ কেজি ইলিশ ৪টি ট্রলার ও প্রায় ৫ হাজার মিটার জাল। আটকদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানা করা হয়েছে।
মেঘনা ও তেুতুলিয়া নদী মাছ ধরায় ২৫ জেলেকে আটক করা হয়েছে। রোববার (২০ অক্টোবর) সকালে সদর উপজেলার ভেদুরিয়া ও ভেলুমিয়া এলাকার তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ১২ জেলেকে আটক করে মৎস্য বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষীবাহিনী। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১১ জনকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময়ে মেঘনা নদী থেকে আটক করা হয় আরও ১৩ জেলেকে। আলাদা ভ্রাম্যমাণ আদালতে এদের প্রত্যেককে ৩ হাজার টাকা করে জরিমানা করেন।
জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানান, আটকদের কাছ থেকে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আর মাছ এতিম খানায় বিতরণ করা হয়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর