
লালমনিরহাট জেলা জাতীয়তাবাদী যুবদলের নতুন আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটি। সোমবার (১২ মে) সন্ধ্যায় যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মো. নূরুল ইসলাম নয়ন কমিটির অনুমোদন দেন।
ঘোষিত কমিটিতে মো. আনিছুর রহমানকে আহ্বায়ক এবং মো. হাসান আলিকে সদস্য সচিব করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. নাজমুল হুদা লিমন, মো. জাহাঙ্গির আলম আনন্দ এবং মো. মিজানুর রহমান লাভলু।
একই সঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে ৫১ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। এ সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়েছেন কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া।
নবনির্বাচিত আহ্বায়ক মো. আনিছুর রহমান এক প্রতিক্রিয়ায় বলেন, “নতুন দায়িত্ব নিঃসন্দেহে একটি বড় চ্যালেঞ্জ। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠনের কাজ শুরু করেছি। জেলার প্রতিটি ইউনিটকে আরও সক্রিয় ও ঐক্যবদ্ধ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
নতুন কমিটি ঘোষণার পর লালমনিরহাট জেলার যুবদল নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও আশাবাদের সঞ্চার হয়েছে। স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা মনে করছেন, এই উদ্যোগের মাধ্যমে জেলার যুবদল সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হয়ে উঠবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর