
ভোলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দু’জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (২১ অক্টোবর) সকালে ও দুপুরে জেলার বোরহানউদ্দিন ও সদর উপজেলায় পৃথক দুটি স্থানে এ দুর্ঘটনা ঘটে।
ভোলা সদর ও বোরহানউদ্দিন থানা সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
সড়ক দুর্ঘটনায় মৃত্যু হওয়া দু’জনের মধ্যে একজনের নাম মো. সফু মিয়া (৪৫)। তিনি বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। অপরজনের নাম মীর সানি। ছয় বছরের শিশু সানি সদর উপজেলা আলিনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মো. হানিফ মিয়ার ছেলে।
বোরহানউদ্দিন থানার ওসি সিদ্দিকুর রহমান ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১ টার দিকে সফু মিয়া বোরহানউদ্দিন উপজেলার দালাল বাজার এলাকায় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের পাশ দিয়ে হাঁটছিল। এ সময় চরফ্যাশন থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসা টিএ এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী বাস সফু মিয়াকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর গাড়িটির চালক ও সহকারী সড়কের পাশে গাড়িটি রেখে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার দুই আসামি হলেন- বাসটির চালক ও সহকারী। পুলিশ আসামিদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।
অপরদিকে বেলা সাড়ে ১২ টার দিকে সদর উপজেলার আলিনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে একটি অটোরিকশার ধাক্কায় সানির মৃত্যু হয়। শিশুটি রাস্তার পাশ থেকে খেলার বল তুলতে গিয়ে হঠাৎ দৌড় দেয়। এ সময় অটোরিকশা চালক নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সদর থানার ওসি হাসনাইন আহমেদ জানিয়েছেন, এ ঘটনায় সানির পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর