
ফুলবাড়ীয়া থানার সুরুজ মিয়া (৩৫) হত্যার মামলার প্রধান আসামি গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ।
নিহতের বড় ভাই মো. খোকন মিয়া (৪৬) ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানায় একটি হত্যামামলা দায়ের করেন। এরপর র্যাব ছায়াতদন্ত শুরু করে এবং আসামিদের গ্রেফতারের লক্ষ্যে দ্রুত কার্যক্রম শুরু করে।
র্যাব জানায়, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) র্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহের একটি অভিযানিক দল, র্যাব-১১, সিপিসি-১ এর সহযোগিতায় নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে প্রধান আসামি মো. সুরুজ মিয়াকে (৩৫) গ্রেফতার করতে সক্ষম হয়।
এছাড়াও র্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ গত ৪ অক্টোবর একই মামলার ২নং আসামি মো. শাহজাহান (৩৮)'কেও গ্রেফতার করেছিল।
আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার জন্য ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর