
দিনাজপুরের ঘোড়াঘাটে কাভার্ডভ্যানের ধাক্কায় ইউসুফ আলী (৪৫) নামের ভ্যান চালক নিহত হয়েছেন।
বুধবার (২০ নভেম্বর ) দুপুর দেড়টায় দিনাজপুর - গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার হায়দারনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ঘোড়াঘাট উপজেলার কুচেরপাড়া গ্রামের নূর বক্কর মিয়ার ছেলে ইউসুফ আলী (৪৫)।
স্থানীয়রা বলেন, অটো ভ্যানে সিমেন্টের খুঁটি নিয়ে রানীগঞ্জ বাজার থেকে ফেরার পথে হায়দারনগর নামক স্থানে পৌঁছালে দিনাজপুরগামী একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যান চালক নিহত হন। অপরদিকে ভ্যানে থাকা দুইজন গুরুতর আহত হন। আহতরা হলেন, সুরুজ্জামান (৭০) ও মোহাম্মাদ আলী (৪০) উভয়ের বাড়ি ঘোড়াঘাটের কুচেরপাড়া গ্রামে। আহতরা ঘোড়াঘাট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, দুর্ঘটনার পরে কাভার্ডভ্যানের ড্রাইভার ও হেল্পার পালিয়েছেন, তবে কার্ভাড ভ্যানটি পুলিশ হেফাজতে রয়েছে। নিহত ইউসুফ আলীকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সড়ক আইনে একটি মামলার প্রস্তুতি চলছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর