
গাজীপুরের কাপাসিয়া সাবেক স্বৈরাচারী সরকার প্রধান শেখ হাসিনার দলীয় প্রভাব খাটিয়ে নৌকা প্রতীকে নির্বাচিত হওয়া ইউপি চেয়ারম্যান কে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলার সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার পারভেজ খোকন কে সিংহশ্রী ইউনিয়ন উচ্চবিদ্যালয় থেকে গ্রেফতার করা হয়েছে। গত ৪ জুলাই ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় কাপাসিয়া থানায় দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
সিংহশ্রী ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মাসুদ মেহেদী জানান, আজকে স্কুলে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম চলছিল। ওখানে চেয়ারম্যান উপস্থিত ছিলেন। ওই সময় তাকে একটি পলিটিক্যাল মামলায় গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, আনোয়ার পারভেজ খোকন সাবেক স্বৈরাচারী সরকার প্রধান শেখ হাসিনার দল আওয়ামী লীগের কাপাসিয়া উপজেলা কমিটির সদস্য ছিলেন এবং সাবেক সংসদ সদস্য সিমিন হোসেন রিমির কাছের লোক হওয়ার কারণে দলীয় প্রভাব খাটিয়ে নৌকা প্রতীকে সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
কাপাসিয়া থানার ওসি মো. কামাল হোসেন জানান, একটি পলিটিক্যাল মামলায় সিংহশ্রী ইউপি চেয়ারম্যান আনোয়ার পারভেজ খোকন কে গ্রেফতার করা হয়েছে। ওই মামলায় সাবেক সংসদ সদস্যও আসামি। মামলার বাদি হচ্ছেন কাপাসিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব জুনাইদ হোসেন লিয়ন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর