
সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক মহিলা নিহতসহ চার জন আহত হয়েছে।
নিহত মহিলা হলেন, শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের ইমামনগর গ্রামের মৃত আব্দুল কাহার এর স্ত্রী রাজিয়া বেগম (৫০)।
রবিবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে সুনামগঞ্জ সদর উপজেলার নীলপুর বাজার সংলগ্ন রাবার বাড়ীর সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, জেলার দিরাই উপজেলা থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি সুনামগঞ্জ জেলা শহরের দিকে যাচ্ছিল। সিএনজিটি ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে একটি মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এ ঘটনায় রাজিয়া বেগম ঘটনাস্থলেই নিহত হয় এবং সিএনজি চালক সহ চারজন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছেন। আহতদের নাম পরিচয় জানা যায়নি।
সুনামগঞ্জ সদর মডেল থানায় ওসি নাজমুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে জানান নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর