
রাজধানীর যাত্রাবাড়ী-ডেমরা রোডে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে সংঘর্ষে কবি নজরুল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের আহত অন্তত ১৫ শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন। তাদের শরীরে লাঠিপেটা ও মারধরের আঘাত রয়েছে।
আজ সোমবার (২৫ নভেম্বর) বেলা ১২টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে৷ এরপর একে একে আহতদেরকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
আহত ও তাদের সহকর্মীরা জানান, গতকাল রোববার কবি নজরুল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজে হামলা, ভাংচুর ও লুটপাট চালায় ডেমরার ড. মাহবুবুর রহমাস মোল্লা কলেজের শিক্ষার্থীরা। সেই ঘটনায় আহত হয়েছে অনেকেই। তার প্রতিবাদ জানাতে আজ এই দুই কলেজের শিক্ষার্থীরা ড. মাহবুবর রহমান মোল্লা কলেজে গিয়েছিলেন। সেখানে গেলে তাদের উপর হামলা করে সেখানকার ছাত্র ও এলাকার লোকজন। এতে অনেক শিক্ষার্থী আহত হয়েছেন।
মোল্লা কলেজে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ভাঙচুর-লুটপাট, রণক্ষেত্র যাত্রাবাড়ীমোল্লা কলেজে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ভাঙচুর-লুটপাট, রণক্ষেত্র যাত্রাবাড়ী আহতদের অন্তত ১৫ জনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। এছাড়া অন্যান্যদেরকে বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, আহতরা জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
আহতরা হলেন, সোহরাওয়ার্দী কলেজের রাজীব (১৯), শাহেদুল (২০)। কবি নজরুল সরকারী কলেজের অনুপম দাস (২৩), রানা (২০), সুমন (২২), মারুফ (১৯), হাসিনুর (১৯), আরাফাত (১৯)। এছাড়া সলিমুল্লাহ কলেজের রুমান (১৯), ইম্পেরিয়াল কলেজের হুমায়ুনসহ (২০) আরও বেশ কয়েকজন।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর