
সুনামগঞ্জোর জামালগঞ্জ উপজেলার বিভিন্ন হাওরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন ফসল রক্ষা বাঁধের প্রস্তুতিমূলক কাজ পরিদর্শন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) দিনব্যাপী উপজেলার পুঠিয়া ক্লোজার, রহমতপুর ক্লোজার, বদলপুর ক্লোজার, গনিয়ার বিল ক্লোজার, জালুখালী ক্লোজার, লালুর ঘোয়ালা ক্লোজার, নোয়াপাড়া ক্লোজার, কেচকিমারা ক্লোজার ও লক্ষীপুর ক্লোজারসহ শনির হাওর, মহালিয়া হাওর ও হালির হাওরের বিভিন্ন বাঁধ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো.মামুন হাওলাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর,নেজারত ডেপুটি কালেক্টর মো.মোস্তাফিজুর রহমান ইমন,সুনামগঞ্জ কাবিটা স্কীম প্রণয়ন ও বাস্তবায়নকল্পে জেলা বাস্তবায়ন ও মনিটরিং কমিটি সদস্য দেওয়ান গিয়াস চৌধুরী, জামালগঞ্জ পাউবো উপ-সহকারী প্রকৌশলী মো.জাহিদুল ইসলাম জনি প্রমুখ।
শাকিল/সাএ
সর্বশেষ খবর