
স্কুলের সামনে সার্ভিস লাইনের ডিভাইডার ফাঁকা রাখার দাবিতে বগুড়ার শেরপুর উপজেলায় প্রাইভেট প্রতিষ্ঠান সামিট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা ঢাকা বগুড়া মহাসড়ক অবরোধ করেছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেল ৪টায় মহিপুর এলাকায় এ অবরোধ করে।
অবরোধকারী শিক্ষার্থীরা জানান, রাস্তার বিভিন্ন জায়গায় এই সার্ভিস লেন ডিভাইডার ফাঁকা আছে। আমাদের স্কুলে সামনে ফাঁকা ছিল, আজ হঠাৎ করেই বন্ধ করার কারণে প্রায় ২ কি: রাস্তা দিয়ে ঘুরে স্কুলে আসতে হয়েছে। সার্ভিস লেন দিয়ে আসতে নিয়ে ট্রাক লোড, ব্যাটারি চালিত অটো রিকশা জন্য জ্যামে পড়েছিলাম এ কারণে পরীক্ষার রুমে ঢুকতে ২০ মিনিট দেরি হয়েছে। আমাদের দাবি সার্ভিস লেন স্কুলের সামনে ফাঁকা রাখতে হবে। তারা আরো বলেন, সার্ভিস লেন বন্ধ করলে বাড়ি থেকে ১ ঘণ্টা আগে বের হতে হবে। এতে আমাদের শিক্ষার্থীদের সময় অপচয় হবে।
স্কুলের পরিচালক মণ্ডলের সভাপতি আব্দুল ওয়াহীদ শাহ্ বলেন, পরীক্ষা শেষে শিক্ষার্থীরা বাড়িতে যাওয়ার সময় হঠাৎ করেই রাস্তা অবরোধ করে। দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের রাস্তা থেকে ফিরিয়ে নিয়ে আসি।
সাসেক সড়ক সংযোগ প্রকল্প-২ এর উপ-প্রকল্প ব্যবস্থাপক তৌহিদুল ইসলাম বলেন, সার্ভিস লেন ডিভাইডার ফাঁকা রাখা ছিল। সেখানে নির্মাণ করতে গেলে শিক্ষার্থীরা বাঁধা দেন। পরে কাজ স্থগিত রেখেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। সবাই বসে একটি সুন্দর ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার আশিক খান জানান, উভয় পক্ষকে নিয়ে বসে আলোচনা সাপেক্ষে অতিদ্রুত সমাধান করা হবে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর