
দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে এবারের ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু করেছিল বাংলাদেশ। প্রথম টেস্ট হারলেও, দ্বিতীয়টিতে জিতে সিরিজে ১-১ সমতায় শেষ করেছে টাইগাররা। ২০০৯ সালের পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে প্রথম টেস্ট ম্যাচ জয়ের স্বাদ পায় বাংলাদেশ। এবার দুই দল মুখোমুখি হচ্ছে ওয়ানডে সিরিজে। ক্রিকেটের এই ফরম্যাটের পরিসংখ্যান বাংলাদেশের পক্ষে আছে।
সর্বশেষ চারটি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজের সবগুলোতেই জিতেছে বাংলাদেশ। দু’টি ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এবং দু’টি ঘরের মাঠে। এরমধ্যে শেষ দুই সিরিজে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। ২০২১ সালে ঘরের মাঠে এবং ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছিল টাইগাররা।
জয়ের ধারা অব্যাহত রাখতে চান এই সিরিজে বাংলাদেশের নেতৃত্ব পাওয়া মেহেদী হাসান মিরাজ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি আজ (রোববার) সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে সেন্ট কিটসে।
চোটের কারণে নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন নেই, স্কোয়াডে নেই অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম আর তাওহিদ হৃদয়ও। এ ছাড়া পারিবারিক কারণে ছুটিতে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানও। বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।
নিয়মিত মুখদের অনুপস্থিতিতে সুযোগ পাচ্ছেন আফিফ হোসেন, সৌম্য সরকাররা। সদ্য সমাপ্ত গ্লোবাল সুপার লিগে এই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে একদিন আগে শিরোপা জিতেছে রংপুর রাইডার্স। দলটির হয়ে ৫ ইনিংসে ১৮৮ রান করেছেন সৌম্য, যা টুর্নামেন্ট–সর্বোচ্চ।
ফাইনালে খেলেন ৮৬ রানের ইনিংস। ম্যাচসেরা ও সিরিজসেরা—দুটো ট্রফিই পেয়েছেন। ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজেও তার দিকে চোখ থাকবে। তানজিদ তামিমের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে সৌম্যকে। এ ছাড়া লিটন দাসকে এই ম্যাচে মিডল অর্ডারে ব্যাট করতে দেখা যেতে পারে।
ব্যাটিং অর্ডারের ওপরের দিকে দেখা যেতে পারে অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে। তিনি বলছিলেন, ‘আফগানিস্তান সিরিজে আমি ৪ নম্বরে ব্যাটিং করেছি, এই সিরিজেও ওপরেই ব্যাটিং করতে হবে।’
বাংলাদেশ সম্ভাব্য একাদশ : সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা।
শাকিল/সাএ
সর্বশেষ খবর