
কালীগঞ্জের প্রবীণ সাংবাদিক মোস্তফা আব্দুল জলিল আমাদের ছেড়ে পরপারে পাড়ি জমিয়েছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
তিনি ঝিনাইদহ জেলার বহুল প্রচারিত আঞ্চলিক পত্রিকা "নবচিত্র"-এর সিনিয়র সাংবাদিক ছিলেন এবং একইসঙ্গে অফিস সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার দীর্ঘ কর্মজীবন সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বে ভরপুর ছিল।
তার মৃত্যুতে সাংবাদিক সমাজ ও এলাকাবাসী একজন অভিজ্ঞ ও সম্মানিত ব্যক্তিত্বকে হারাল। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর