
আজ সোমবার ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস।বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরনীয় গৌরবের দিন। বীরের জাতি হিসবে আত্মপ্রকাশে করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখন্ডের নাম জানান দেয়ার দিন।১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক সেনাদের আত্মসম্পর্নের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে এই দিনে বীর শহীদদের প্রতি যথাযথ মর্যাদায় জানিয়ে দিনের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন চরফ্যাসন প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকরা।
এসময়ে চরফ্যাসন প্রেসক্লাবের সাধারন সম্পাদক (ইনকিলাব প্রতিনিধি) কামাল গোলদার, সহ-সভাপতি (দিনকাল প্রতিনিধি) কামাল মিয়াজী,সহ-সভাপতি (বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি) এম আবু ছিদ্দিক,সহ-সভাপতি (স্বদেশ প্রতিদিন প্রতিনিধি) সজিব সাহারিয়ার, সহ-সভাপতি( যু গান্তর প্রতিনিধি) এম আমির হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক (সংবাদ প্রতিনিধি) জামাল মোল্লা, যুগ্ম সাধারন সম্পাদক( সমকাল প্রতিনিধি) নোমান সিকদার, সাংগঠনিক সম্পাদক( কা লবেলা প্রতিনিধি) মাইন উদ্দিন জমাদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক( সময়ের কন্ঠস্বর প্রতিনিধি) সাইফুল ইসলাম মুকুল, সাহিত্য সম্পাদক( খবর পত্র প্রতিনিধি) অশোক সাহা, (রূপালী বাংলাদেশ প্রতিনিধি) আরিফ হোসেন, (মানবকন্ঠ প্রতিনিধি) শাহাবুদ্দিন হাওলাদার, (প্রতিদিনের সংবাদ প্রতিনিধি) ইসরাফিল নাঈমসহ চরফ্যাসনে কর্মরত সকল সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর