
মেলবোর্ন টেস্টের পঞ্চম দিনের তিনটা সেশন কাটিয়ে দিয়তে পারলেই ড্র নিয়ে মাঠ ছাড়তে পারতো ভারত। কাজটা অস্ট্রেলিয়ার জন্যই বরং কঠিন ছিল। শেষ দিনে ভারতের ১০ উইকেটই নিতে হতো অজি বোলারদের।
প্রথম সেশনে ৩ উইকেট হারানো ভারত দ্বিতীয় সেশনে যশস্বী জয়সওয়াল এবং রিশভ পন্তের ব্যাটে দারুণ প্রতিরোধ গড়ে তোলে। ক্রমেই হতাশা বাড়ছিল স্বাগতিকদের। কিন্তু ট্রাভিস হেড পন্তকে ফেরাতেই ভেঙে পড়ে ভারতের সকল প্রতিরোধ।
একের পর এক উইকেট হারিয়ে বক্সিং ডে টেস্টে হারের মুখ দেখল রোহিত শর্মার দল। আর এই টেস্ট জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
সোমবার (৩০ ডিসেম্বর) এমসিজি'তে ভারতকে ১৮৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। চতুর্থ ইনিংসে ভারতের জয়ের জন্য দরকার ছিল ৩৩৯ রান। ভারত ১৫৫ রানেই গুটিয়ে যায়। ৩৪ রানে শেষ ৬ উইকেট হারিয়েছে ভারত।
এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর