ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার উত্তর আন্ধারিয়া পাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জের ধরে নাসির উদ্দিন (৪৫) নামে এক কৃষককে হত্যার মামলায় ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামান এর সার্বিক দিক নির্দেশনায় এস আই লিটন সঙ্গীয় অফিসার দিবাগত রাতে ঢাকা জেলার আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে মো. মুরাদ হোসেন (২৫), মো. মুছা মিয়া (৩২) ও মো. রহুল আমিন (৫২) এজাহার নামীয় আসামীদেরকে গ্রেপ্তার করেন।
জানা গেছে, জমিসংক্রান্ত বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে গত শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে স্থানীয়দের উপস্থিতিতে সালিশ বসে । ঘটনাক্রমে প্রতিপক্ষ রুহুল আমিন (৫০) গংরা বাকবিতণ্ডার এক পর্যায়ে নাসির উদ্দিন (৪৫) কিল ঘুষি লাথি দিয়ে আহত করে। পরে নিহতের পরিবার তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী শিরীন আক্তার বাদী হয়ে ফুলবাড়িয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। থানার মামলা নং -১৭ তারিখ ২৯/১২/২০২৪ ইং।
এ ব্যাপারে ফুলবাড়িয়া থানার ওসি মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, হত্যা মামলার ৩ আসামিকে গ্রেপ্তার পূর্বক আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর