
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই "এই স্লোগানকে সামনে রেখে রাঙামাটিতে অনুষ্ঠিত হলো আন্তঃস্কুল এবং কলেজ বিতর্ক প্রতিযোগিতা। মঙ্গলবার দুপুরে রাঙামাটি সদর উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে রাঙামাটি সদর উপজেলা সম্মেলন কক্ষে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন, রাঙামাটির বিভিন্ন স্কুল, ও কলেজের ৪টি টিম। আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন রাঙামাটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও লেকার্স পাবলিক স্কুল ও আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতায় রাঙামাটি সরকারি কলেজ ও লেকার্স পাবলিক স্কুল এর বিতর্ক দল অংশগ্রহণ করেন। বিতর্ক প্রতিযোগিতায় রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সুব্রত বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)রিফাত আসমা। বিতর্ক প্রতিযোগিতার বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি সদর উপজেলা সহকারী ভূমি (এসিল্যান্ড) রুবাইয়া বিনতে কাশেম, মাধ্যমিক শিক্ষা অফিসার তৌহিদ তালুকদার এবং রাঙামাটি সদর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) প্রণব রায় চৌধুরী, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান প্রমুখ।
আন্ত স্কুল বিতর্ক প্রতিযোগিতায় লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের স্কুল টিম রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। অপরদিকে, আন্ত কলেজ বিতর্ক প্রতিযোগিতায় রাঙামাটি সরকারি কলেজ টিম লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা বলেন, আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় রাঙামাটি সদর উপজেলার স্কুল এবং কলেজের ৪ টি টিম অংশগ্রহণ করেছেন। এ প্রতিযোগিতায় যারা চ্যাম্পিয়ন হবে জেলা পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। এবং জেলা পর্যায়ে যে টিম চ্যাম্পিয়ন হবে তারা বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করবে এবং তাদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হবে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর