
খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ করেছে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিতুমীর কলেজের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। মশাল মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে টিবিগেট প্রদক্ষিণ করে পুনরায় কলেজের প্রধান ফটকে এসে শেষ হয়।
এসময় শিক্ষার্থীরা শিক্ষা-সন্ত্রাস একসাথে চলেনা, শিক্ষা-বোমাবাজি একসাথে চলেনা, শিক্ষা-চাঁদাবাজি একসাথে চলেনা, শিক্ষা-সন্ত্রাস একসাথে চলেনা, যেই হাত ছাত্র মারে সেই হাত ভেঙে দাওসহ নানান স্লোগান দেন।
মশাল মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, আমরা শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছি। আজ কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ-স্টাইলে বেপরোয়াভাবে অস্ত্র নিয়ে একদল সন্ত্রাসী হামলা চালিয়েছে। আমাদের অনেক ভাই এখন হাসপাতালে ভর্তি। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। তিতুমীর কলেজের সাধারণ শিক্ষার্থীরা সব ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে সবসময় ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।
তারা আরও বলেন, আমাদের ভাইদের ওপর যে হামলা হয়েছে, তার প্রতিবাদস্বরূপ আমরা কলেজে মশাল মিছিলের মাধ্যমে এর বিরুদ্ধে অবস্থান নিয়েছি। আমরা জানিয়ে দিতে চাই শিক্ষার্থীরা ঘুমিয়ে নেই, আমরা আমাদের প্রত্যেকটি ভাইয়ের জন্য লড়াই চালিয়ে যাব।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর