
তিন দিন আগেই রাজধানীর মিরপুর-২-এ নতুন আউটলেট খোলার পর এবার মিরপুর ১১-এ চালু হল দেশের নাম্বার ওয়ান অথেনটিক কসমেটিকস স্টোর ‘হারল্যান স্টোর’-এর আরও একটি নতুন আউটলেট।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) হারল্যান স্টোরের এই নতুন আউটলেটটি উদ্বোধন করেন রিমার্ক-হারল্যানের এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিত্রনায়ক ইমন। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হারল্যানের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ গিয়াস উদ্দীন বিশ্বাসসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে মামনুন হাসান ইমন বলেন, “অথেনটিক কসমেটিকস ভোক্তাদের হাতে হাতে পৌঁছে দিতে আজ হারল্যান স্টোর চলে এসেছে রাজধানী ঢাকার মিরপুরে। হারল্যান স্টোর থাকায় এখন হাতের নাগালেই নিওর, লিলি, হারল্যান, সিওডিল, ক্যাভোটিন এবং ব্লেইজ ও’ স্কিনের মত প্রিমিয়াম কোয়ালিটির অথেনটিক সব প্রোডাক্ট পাওয়া সহজ হয়েছে। এছাড়াও টাইলক্স, অরিক্স, একনল এর মত দৈনন্দিন ব্যবহারিক হোম কেয়ার পণ্যও রয়েছে এখানে। নকল ও ভেজাল থেকে মুক্তি দিয়ে ভোক্তাদের হাতের নাগালেই অথেনটিক সব কসমেটিকস, স্কিনকেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্য পৌঁছে দেয়ার লক্ষ্যে কাজ করে চলেছে রিমার্ক-হারল্যান।”
হারল্যানের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ গিয়াস উদ্দীন বিশ্বাস বলেন, “দেশের নাম্বার ওয়ান অথেনটিক কসমেটিকস স্টোর, হারল্যান স্টোর ভেজালমুক্ত কসমেটিকস পণ্য দেশের সব ধরনের মানুষের কাছে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশজুড়ে বিভিন্ন লোকেশনে দেড় শতাধিক হারল্যান স্টোর ওপেন করে অথেনটিক পণ্য সবার কাছে সহজলভ্য করা থেকে নিয়ে আরও অনেক পরিষেবা নিয়ে এসেছে হারল্যান। তারই ধারাবাহিকতায় তিন দিনের ব্যবধানে আজ রাজধানীর মিরপুরে উদ্বোধন হলো হারল্যান স্টোরের আরও একটি নতুন আউটলেট।
এর মাধ্যমে মিরপুরের মত বিস্তৃত ও জনবহুল এলাকার বাসিন্দারা আরও সহজে অথেনটিক কসমেটিকস কিনতে পারবেন। শুধু তাই নয়, বিনামূল্যে স্কিন অ্যানালাইজার মেশিন দিয়ে ত্বকের যাবতীয় সমস্যা জানার সুবিধাও থাকছে এই আউটলেটে।”
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
কৃষি, অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর