
মিনিস্টার গত বছরের মতো এ বছরেও ‘ফ্রিজ কিনুন হাম্বা জিতুন’ সিজন-২ অফার ঘোষণা করেন। সম্প্রতি সংবাদ সম্মেলনে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ডিএমডি মো. হুমায়ুন কবীর অফারটি ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ডিলার চ্যানেলের নির্বাহী পরিচালক, মো. ইসহাক জোয়াদ্দার, শোরুম চ্যানেলের পরিচালক মো. মাহমুদুর রহমান খান, করপোরেট চ্যানেলের পরিচালক কর্নেল মো. মাহবুবুর রহমান (অব.) ও হেড অব ব্র্যান্ড মার্কেটিং ও কমিউনিকেশন সোহেল কিবরিয়াসহ প্রমুখ।
এ অফারের মাধ্যমে মিনিস্টার ফ্রিজ ক্রয় করে গ্রাহক পেয়ে যেতে পারেন গরু, অসংখ্য ফ্রিজ, ক্যাশ ভাউচার, নিশ্চিত ডিসকাউন্টসহ আকর্ষণীয় উপহার।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
কৃষি, অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর