
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লিতে একটি ৭.৬৫ বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ আবুল হাসেম সুজন (৫৩) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
সে রাজবাড়ী সদর উপজেলার বড় মুরারীপুর গ্রামের মৃত জনাব আলী মিয়ার ছেলে। রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম।
সূত্রে জানা যায়, শনিবার দিবাগত গভীর রাতে গোয়ালন্দঘাট থানার সাব-ইন্সপেক্টর মো. ফরিদ মিয়ার নেতৃত্বে একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে উত্তর দৌলতদিয়া পূর্বপাড়া যৌন পল্লির ভেতর যৌনকর্মী সীমা ওরফে লাকীর কক্ষে অভিযান চালিয়ে আবুল হাসেম সুজন (৫৩) নামের এক ব্যক্তিকে অস্ত্রসহ আটক করা হয়। আবুল হাসেম একজন চিহ্নিত সন্ত্রাসী।
উদ্ধারকৃত পিস্তলের ব্যারেলে অস্পষ্টভাবে "SUPPLY FOR USA" এবং বডিতে "7.65 7ROUND IN ITALY" খোদাই করা আছে। এছাড়া গুলির পারকিউশন ক্যাপে "KF 7.65" খোদাই করা রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে (মামলা নং-২৫, তারিখ ২৩/০২/২০২৫)। আসামিকে আজ আদালতে সোপর্দ করা হবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর