
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট, মোবাইল ফোন ও রং ফর্সাকারী নিষিদ্ধ ক্রিম জব্দ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বুধবার (১৮ জুন) সকালে পৃথক দুটি অভিযানে এসব পণ্য জব্দ করা হয়। এ ঘটনায় দুই যাত্রীকে আটক করা হয়েছে।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এন এস আই)-এর তথ্যের ভিত্তিতে বিমানবন্দর নিরাপত্তা বাহিনী ও বিমানবাহিনীর টাস্কফোর্স যৌথভাবে এই অভিযান চালায়। বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফানুল হক চৌধুরী ও এন এস আইয়ের সহকারী পরিচালক রেজাউল করিম অভিযানে উপস্থিত ছিলেন।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ১৬০ কার্টন বিদেশি ইজি লাইট সিগারেট, ১০টি মোবাইল ফোন এবং ১৪০টি গৌরী বিউটি ক্রিম, যা দেশে নিষিদ্ধ। কর্তৃপক্ষের দাবি, এসব পণ্যের বাজারমূল্য প্রায় ১১ লাখ টাকা।
আটককৃতরা হলেন মোহাম্মদ আবু নাসের ও মিন্টু দেবনাথ। আবু নাসের ফটিকছড়ি উপজেলার নিশ্চিন্তপুরের আহমেদ কবীরের ছেলে এবং মিন্টু দেবনাথ চান্দগাঁও থানার বাসিন্দা।
বিমানবন্দর সূত্রে জানা যায়, মাস্কাট থেকে আসা ওভি-৪০১ ফ্লাইটের যাত্রী মোহাম্মদ আবু নাসেরের কাছ থেকে ১৬০ কার্টন সিগারেট, ১০টি মোবাইল ফোন ও ১৪০টি নিষিদ্ধ গৌরী বিউটি ক্রিম জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য সাড়ে ৯ লাখ টাকা। পরবর্তীতে আবুধাবি থেকে আসা বিজি-১২৮ ফ্লাইটের যাত্রী মিন্টু দেবনাথের কাছ থেকে ১ লাখ ২২ হাজার ৫০০ টাকা মূল্যের ৩৫ কার্টন সিগারেট জব্দ করা হয়।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, জব্দকৃত পণ্যগুলো যাত্রীদের ব্যাগেজ সুবিধার অতিরিক্ত ছিল। শুল্ক আইনের আওতায় এগুলো আটক করা হয়েছে। উদ্ধারকৃত পণ্য কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আটক দুই যাত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর