
বগুড়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশের মধ্যে বিক্ষোভ সমাবেশ চলাকালে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার (৩০ এপ্রিল) বিকেল সোয়া ৫টার দিকে শহরের পৌর পার্কের টিটু মিলনায়তনের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশ চলাকালে দুই পক্ষের মধ্যে তিন দফায় মারামারি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এসময় পুলিশের উপস্থিতি থাকলেও তারা কোনো ধরনের হস্তক্ষেপ না করায় সমালোচনা সৃষ্টি হয়েছে।
জানা গেছে, “গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের” দাবিতে এনসিপির পক্ষ থেকে আয়োজিত বিক্ষোভ সমাবেশে অংশ নিতে বিকালে টিটু মিলনায়তনের সামনে উপস্থিত হন সংগঠনের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজসহ কেন্দ্রীয় নেতারা।
সমাবেশ শুরু হওয়ার কিছু সময় পরেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশ “ভুয়া ভুয়া” স্লোগান দিয়ে মিছিল নিয়ে প্রবেশ করে। এনসিপির নেতাকর্মীরা বাধা দিলে প্রথমে কথা-কাটাকাটি, পরে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। বক্তব্য রাখতে গিয়ে এনসিপি নেতা সারজিস আলম বলেন, “আওয়ামী লীগ দেশের জনগণের শত্রু। বগুড়া থেকেই প্রতিরোধের সূচনা হবে।
তাদের যেখানে পাওয়া যাবে, সেখানেই প্রতিহত করা হবে।” তিনি অভিযোগ করে বলেন, “গত ১৬ বছরে আওয়ামী লীগের দুঃশাসনে বগুড়া সবদিক থেকে বঞ্চিত হয়েছে—চাকরি, প্রমোশন, অবকাঠামো—সবখানে বৈষম্য করা হয়েছে। এমনকি বগুড়ার আন্তর্জাতিক স্টেডিয়ামেও কোনো আন্তর্জাতিক ম্যাচ হয় না।”
তিনি বগুড়ায় সরাসরি রেললাইন চালুর দাবি জানান এবং আওয়ামী লীগের জেলা কোষাধ্যক্ষ মাসুদুর রহমান মিলনের বিরুদ্ধে ঐতিহ্যবাহী স্থাপনা দখলের অভিযোগ তোলেন।
সমাবেশে বক্তব্য দেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক সাকিব মাহদী, সদস্য রফিকুল ইসলাম পলক, আব্দুল্লাহ আল মুহিন, জেলা সংগঠক আহমেদ সাব্বির, ছাত্র আন্দোলনের সদস্য সচিব সাকিব খান, ওয়ারিয়র্স জুলাইয়ের আহ্বায়ক মো. মুশফিকসহ আরও অনেকে।
বক্তারা বলেন, “আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। বাংলার মাটিতে ঘৃণার রাজনীতি আর হতে দেওয়া যাবে না।
সমাবেশ শেষে সারজিস আলমের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাতমাথার মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। মিছিল থেকে আওয়ামী লীগ নিষিদ্ধসহ বিচার দাবিতে স্লোগান দেওয়া হয়।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর